ক্রীড়া প্রতিবেদক:
সামনে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মত বড় দুইটা আসর। বাকি দেশগুলো যেখানে ব্যস্ত শক্তিশালী দল গঠন করতে, সেখানে বাংলাদেশের মাথাব্যাথা দুই আসরে নিজেদের অধিনায়ক বাছাই নিয়ে। কারণ এশিয়া কাপের আগে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন তামিম ইকবাল। চোটের কারণে খেলবেন না এশিয়া কাপেও। তামিমের প্রস্থানের পর এবার নতুন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত ইস্যু কে হচ্ছেন টাইগারদের পরবর্তী অধিনায়ক?
ওয়ানডের সহ-অধিনায়ক লিটন দাস এবং টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের কথাও বলছেন অনেকে। তবে অভিজ্ঞতা বিবেচনায় এই পরিস্থিতিতে সাকিবকে ওয়ানডে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
সব মিলিয়ে বিসিবির জন্য পরিস্থিতি কঠিনই হওয়ার কথা। তবে বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানালেন এই ব্যাপারে কোনো 'অস্থিরতা' নেই। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আর নতুন অধিনায়ক নিযুক্তের চিন্তায় বোর্ডে কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা।'
মল্লিক বলেন, 'উনারা (বোর্ড সভাপতি ও অন্যান্য শীর্ষ কর্তা) খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই।'
এশিয়া কাপ শুরু হবে চলতি মাসের শেষ দিকে। আগামী কয়েক দিনের মধ্যেই দল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন নির্বাচকেরা। তবে এখন তাদের কাজও বেড়ে গেল। এশিয়া কাপ খেলবেন না তামিম। ঠিক করতে হবে তার স্থলাভিষিক্ত। অধিনায়ক ঠিক হলেই দল ঘোষণা করবেন নির্বাচকেরা।
এমআই