শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ইমরান, সোহরাওয়ার্দী, বেনজির...গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের যেসব প্রধানমন্ত্রী

শনিবার, আগস্ট ৫, ২০২৩
ইমরান, সোহরাওয়ার্দী, বেনজির...গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের যেসব প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপরই লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। অবশ্য ইমরানই প্রথম নন, সরকারপ্রধাদের গ্রেপ্তার করার লম্বা ইতিহাস আছে পাকিস্তানের। দেখে নেওয়া যাক, ইমরান ছাড়াও পাকিস্তানের আর কোন কোন সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। 

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছিলেন পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। ১৯৬২ সালের জানুয়ারি গ্রেপ্তার করা হয় সোহরাওয়ার্দীকে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছিল তার বিরুদ্ধে। আসলে জেনারেল আইয়ুব খানের সামরিক অভ্যুত্থানে সমর্থন জানাতে রাজি না হওয়ায় সোহরাওয়ার্দীর ওপর এমন খড়গ নেমে আসে। তাকে রাজনীতি থেকে নিষিদ্ধও করা হয়। গ্রেপ্তারের পর সোহরাওয়ার্দীকে করাচির সেন্ট্রাল জেলে নিঃসঙ্গ সেলে রাখা হয়।

জুলফিকার আলী ভুট্টো

পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ১৯৭৭ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ১৯৭৪ সালে একজন রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। পরে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

বেনজির ভুট্টো

জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো দুইবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। জিয়াউল হকের শাসনামলে তিনি ছিলেন বিরোধীদলীয় নেতা। ১৯৮৫ সালে ভাইয়ের শেষকৃত্যে দেশে এলে বেনজিরকে ৯০ দিন গৃহবন্দি রাখা হয়।

পরের বছর, ১৯৮৬ সালের আগস্টে আবারও গ্রেপ্তার হন বেনজির ভুট্টো। করাচিতে স্বাধীনতা দিবসের একটি সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

পরে ১৯৯৯ সালের এপ্রিলে আবারও বেনজিরকে গ্রেপ্তার করা হয়। একটি সুইস কোম্পানির কাছ থেকে ঘুস নেওয়ার মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করা হয়। এ রায়ের সময় তিনি দেশে ছিলেন না। পড়ে একটি উচ্চ আদালত এ রায় বাতিল করেন।

এরপর ফের ২০০৭ সালের নভেম্বরে বেনজিরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জেনারেল পারেভজ মোশাররফকে ক্ষমতা থেকে হটাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। সরকারবিরোধী একটি লংমার্চে যাতে বেনজির নেতৃত্ব দিতে না পারেন, সে জন্য সাত দিন তাকে আটকে রাখা হয়েছিল।

নওয়াজ শরিফ

১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফ তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের জন্য নির্বাসিত করেন। কিন্তু ৭ বছর নির্বাসিত থাকার পর নওয়াজ দেশে ফিরে এলে ২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর নির্বাসনের বাকি ৩ বছর পুরো করার জন্য নওয়াজকে ফের সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়।

সেটাই শেষ নয়, ২০১৮ সালের জুলাইয়ে দুর্নীতির মামলায় আবারও গ্রেপ্তার হন নওয়াজ। এ মামলায় মরিয়ম নওয়াজসহ তাকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের আদালত। 

এরপর ২০১৮ সালের ডিসেম্বরে আল-আজিজিয়া ইস্পাত কারখানার দুর্নীতির মামলায় নওয়াজের সাত বছরের কারাদণ্ড হয়। ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসা নেওয়ার জন্য নওয়াজকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়। এরপর তিনি আর পাকিস্তানে ফেরেননি।

শাহবাজ শরিফ

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর মানি লন্ডারিং মামলায় পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জামিন নাকচ করেন লাহোর হাইকোর্ট। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ৭ মাস পর লাহোরের কোট লখপাট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহবাজ।

শহীদ খাকান আব্বাসি

পিএমএল-এন-এর শসিদ খাকান আব্বাসি ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮-র মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী থাকার সময় এলএনজি রপ্তানিতে কয়েক বিলিয়ন রুপির একটি চুক্তিতে দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ১৯ জুলাই এনএবি তাকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি আদিয়ালা কারাগার থেকে জামিনে মুক্তি পান আব্বাসি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল