স্পোর্টস ডেস্ক:
বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ক্রিকেট। ব্যাট-বলের এই লড়াই আরও বেশি ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দুটি বৈশ্বিক টুর্নামেন্টে দল বাড়ানোর ভাবনা আইসিসির। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দল থেকে বাড়িয়ে ২০ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ওয়ানডে বিশ্বকাপ ১০টি দল থেকে বেড়ে হবে ১৪ দলের।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের এক খবরে প্রকাশ করেছে, আইসিসির প্রধান নির্বাহীদের সভায় এই সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। যদিও কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি, তবে বিশ্বকাপে দল বাড়ানোর ভাবনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে আইসিসি।
আইসিসির ওয়ানডে বিশ্বকাপে দল বৃদ্ধির ভাবনা নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক ও আশা জাগানিয়া। কারণ, গত কয়েকটি বিশ্বকাপে দলের সংখ্যা ক্রমেই কমানো হচ্ছিল। ২০০৭ সালে যেখানে অংশ নিয়েছিল ১৬টি দল, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৪ দল, সবশেষ ২০১৯ বিশ্বকাপে খেলেছিল মাত্র দশটি। ২০২৩ বিশ্বকাপেও খেলবে ১০ দল।
৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপে যেন প্রতিদ্বন্দ্বীতা আরও বাড়ে সেজন্য দল বাড়ানোর পক্ষে আইসসি। তবে বিশ্বকাপে দল সংখ্যা অবশ্য এখনই বাড়ছে না। ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে পারে ২০২৪ আসর থেকে। সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলি দলের অংশগ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
/এমআই