শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ডিবিতে অভিযোগের পর রিজভীর বিরুদ্ধে আদালতে মামলা করতে যাচ্ছেন হিরো আলম

রোববার, আগস্ট ৬, ২০২৩
ডিবিতে অভিযোগের পর রিজভীর বিরুদ্ধে আদালতে মামলা করতে যাচ্ছেন হিরো আলম

স্টাফ রিপোর্টার:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)তে অভিযোগ দেয়ার পর আদালতে মানহানির মামলা করতে যাচ্ছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম (হিরো আলম)। হিরো আলম বলেন, আমি ডিবিতে এই নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে- এই বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।

রোববার (৬ আগস্ট) দুপুর সোয়া ২টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে, গত ১৮ই জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহিদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে হিরো আলমকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে ডিবি প্রধানের সঙ্গে দেখা করতে আসেন তিনি।

সাক্ষাৎ শেষে হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। কোন রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারে না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে কোন পাগলকে নির্বাচন করতে দেয়নি। 
তিনি বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী কিন্তু এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছে।
হিরো আলম বলেন, সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপি'র লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে।

তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে। তিনি বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না তাই কোর্টে যাব মামলা করার জন্য। আমি এখনই যাবো। কোন সম্মানিত লোক কাউকে পাগল ছাগল বলে অপমান করতে পারে না।  দেশের বড় দুই রাজনৈতিক দলের বিষয়ে হিরো আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দলকেও ভালোবাসি। কিন্তু এদের কিছু লোকের এমন কর্মের কারণে আজকে তাদের দলের এই অবস্থা। 

বিএনপি এবং আওয়ামী লীগের অনেক লোকে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। হিরো আলম কোন দলের সাথে কাজ করে না। কোন দলের সাথে যুক্ত নাই, তারপরেও কেন আমাকে নিয়ে কথা বলেন। সংবিধানে কি লেখা আছে? সংবিধানে যোগ্য ব্যক্তি কিংবা লেখাপড়া জানতে হবে যদি না থাকে তাহলে কেন এগুলো নিয়ে কথা বলেন। সংবিধান নিয়ে কথা বলুন। তারপর আমাকে নিয়ে কথা বলেন।

হিরো আলম বলেন, কোন ব্যক্তিকে গালি দিতে পারেন না। অশিক্ষিত পাগল বলতে পারেন না।

হিরো আলমের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আপনারা জানেন মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। হিরো আলমত এর আগে ডিবিতে বেশ কয়েকবার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায়, পরবর্তী এসে ছিলেন নির্বাচনে তার ওপরে হামলার ঘটনায় আসামিদের শনাক্ত করতে। আপনারা জানেন যে  এই ঘটনায় জড়িত আসামিদের আমরা গ্রেপ্তার করেছি। আর আজ তিনি এসেছিলেন ডিবির সাইবার ক্রাইম ইউনিট (নর্থ) এ একটি অভিযোগ করেছেন।  

তিনি অভিযোগ করেছেন, বিএনপি এর একজন কেন্দ্রীয় নেতা তার নাম রুহুল কবির রিজভী। তিনি নাকি তাকে পাগল অর্ধশিক্ষিত বলে কথা বলেছেন। এই অভিযোগে তার আবেদনটি সার্ভার ক্রাইম ইউনিট করেছে। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে আমি দেখলাম যে অভিযোগ করেছেন সেটি একটি মানহানিকর বিষয়। অর্ধশিক্ষিত পাগল রুচিহীন অর্ধশিক্ষিত বিকৃত মানসিকতার কথা বলছে। যেহেতু মানহানিকর বিষয়, মানহানির অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটা আমরা খতিয়ে দেখব।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল