মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘এন্ট্রোপ্রিনয়রশীপ এন্ড লিডারশীপ ডেভলপমেন্ট ক্লাব (ইএলডিসি)’ কর্তৃক আয়োজিত ‘Campus Talk with ELDC’ নামক একটি ধারাবাহিক লাইভ শো’র আয়োজন করতে চলেছে।
আজ ১৫মে (শনিবার ) রাত ৯ টায় সাইকা রেজওয়ানা নূরের সঞ্চালনায় অনুষ্ঠানটি ডিজিটাল প্লাটফর্মে প্রথম পর্বের মাধ্যমে শুভ পথচলা শুরু করবে৷
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি কুবি শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং কুবি প্রেসক্লাবের সম্পাদক শাহরিয়ার খান নোবেল আজকের প্রথম শো'র অতিথি হতে যাচ্ছেন।
মূলত ইএলডিসি চাচ্ছে তাদের মাধ্যমে কুবি ক্লাব কালচার এবং লিডারশীপ ডেভলপমেন্টের ম্যাসেজ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. জহির রায়হান বলেন, " আমাদের সংগঠনের মৌলিক লক্ষ্য হলো লিডারশীপ ও উদ্যোক্তা তৈরি করা, তারই ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্লাটফর্মের ছাত্র প্রতিনিধিদের নিয়ে এই বিশেষ আয়োজন। আশাকরি তাদের (ছাত্র প্রতিনিধিদের) দিকনির্দেশনা সকলের কাজে আসবে"।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ জুন জহির রায়হানকে আহ্বায়ক এবং ফয়সাল হাসানকে সদস্য সচিব করে ইএলডিসি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সময় জার্নাল/এমআই