স্পোর্টস ডেস্ক:
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত 'মালয়েশিয়া ওপেন ২০২৩ লাস্ট ম্যান স্ট্যান্ড'র ফাইনালে হেরেছে বাংলাদেশের লাইলা ক্রিকেট ক্লাব। ফলে রানার্সআপে সন্তুষ্ট থেকেই দেশে ফিরতে হয়েছে তাদের।
শুক্রবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইটটি।
এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত ফাইনালে প্রতিপক্ষ দলের বিপক্ষে ৮ উইকেটে হারে লাইলা ক্রিকেট ক্লাব।
উল্লেখ্য, এবারের আসরে ১৬টি দল অংশগ্রহণ করে। আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ২০২৩ এ কোয়ালিফাই করেছে। যা চলতি বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হবে।
এমআই