এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
শিক্ষা সুপারভাইজারদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে আশার বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) সকাল ১০ টায় বি.এল.সি, ফরিদপুরে আশা-ফরিদপুর ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক এর সভাপতিত্বে এই শিক্ষা সুপারভাইজার কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) মোঃ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক।
উক্ত কর্মশালা আয়োজনের দায়িত্বে ছিলেন আশা ফরিদপুর (সদর) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ তায়জুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, আশার সিনিয়র এডুকেশন অফিসার, এডুকেশন অফিসার, রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং শিক্ষা সুপারভাইজার গণ।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সামিউল হক বলেন, "আশা দেশব্যাপী দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে প্রায় ১৩ হাজার ৫৩৪টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৩ লক্ষ্য ৮২ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে । যার মধ্যে আশা-ফরিদপুর বিভাগে ৮৫৭ টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ২৩,৪৬৬ জন শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে।
১৫টি শিক্ষাকেন্দ্রের সুপারভিশনের দায়িত্ব পালন করেন ০১ জন শিক্ষা সুপারভাইজার। তাই শিক্ষা সুপারভাইজারদের কাজের গুনগত মান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সময় জার্নাল/এলআর