জাবি প্রতিনিধি
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা পৌনে ৪টায় হলের সামনে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নূরুল আলম।
এসময় শাখা ছাত্রলীগের সহ সভাপতি চৈতীর সঞ্চালনায় জাবি উপাচার্য অধ্যাপক ড নূরুল আলম বলেন, "তিনি বঙ্গবন্ধুর পুরোটা জীবনেই ছায়ার মতো প্ররেণার উৎস হয়ে ছিলন। সেই সঙ্গে রাজনৈতিক পরামর্শও দিতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে পরিবারের দেখাশোনা করতেন। এই মহীয়সী নারীর জন্মদিনে আমরা তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। পাশাপাশি তিনি ছিলেন রাজনৈতিক পারদর্শী। নেতাকর্মীদের বিভিন্ন সময়ে পরামর্শ দেয়ার পাশাপাশি সাহস যুগিয়েছেন।"
হলের প্রাধ্যক্ষ্য অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তারা একজন অন্যজনের পরিপূরক। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতা সার্বক্ষণিক তার পরিবারের দেখাশুনা করেছেন। দেশের জন্য এই মহীয়সী নারীর ভূমিকা কোন অংশেই কম নয়। তার এই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করছি।
অন্যান্যের মধ্যে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য(প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, উপ উপাচার্য (শিক্ষা) মোস্তফা ফিরোজ, ট্রেজারার অধ্যাপক রাশেদা আক্তার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া শাখা ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর