শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা চট্টগ্রামে

বুধবার, আগস্ট ৯, ২০২৩
ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা চট্টগ্রামে

নিজস্ব প্রতিনিধি: 

অতি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালককে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, মৌসুমি আবহাওয়ার প্রভাব ও অতি বৃষ্টির কারণে যেসব বিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য ভূমিধসে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম (ক্লাস) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বন্যা ও জলাবদ্ধতার কারণে সোমবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রামসহ বন্যাকবলিত জেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। পরে বন্যার বিস্তার বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল