স্পোর্টস ডেস্ক:
পিএসজি ছাড়তে চান নেইমার। অনেক দিনের পুরনো খবর এটি। লিওনেল মেসির প্যারিস ত্যাগে সেই সম্ভাবনাটা আরো জোরদার হয়। লুইস এনরিকে পিএসজির কোচ হওয়ায় ধারণা করা হচ্ছিল সাবেক গুরুর সান্নিধ্যে পার্কে দেস প্রিন্সেসেই থিতু হবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিন্ন খবর দেয় ফরাসি গণমাধ্যম লেকিপ। পত্রিকাটি জানায়, ক্লাব ছাড়ার ইচ্ছার কথা পিএসজিকে জানিয়ে দিয়েছেন নেইমার। নতুন খবর দিয়েছে আরএমসি স্পোর্টস। ফরাসি গণমাধ্যমটির খবর, পিএসজিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে জানিয়ে দিয়েছে যে, তাকে আর প্রয়োজন নেই ক্লাবের।
আরএমসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, বুধবার পিএসজির পাঁচ খেলোয়াড়- নেইমার, মার্কো ভেরাত্তি, হুগো একিতেকে, হুয়ান বের্নাট এবং রেনাতো সানচেজকে নিয়ে বৈঠকে বসেছিলেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস এবং কোচ লুইস এনরিকে। আরএমসি স্পোর্টসের দাবি, বৈঠকে সেই পাঁচ খেলোয়াড়কে নতুন ক্লাব খোঁজার নির্দেশ দিয়েছে পিএসজি।
মঙ্গলবার পিএসজির অনুশীলনে ছিলেন না নেইমার ও ভেরাত্তি। নতুন মৌসুম শুরুর আগে ফুটবলারদের অফিসিয়াল ফটোসেশনেও ছিলেন না তারা।
শনিবার ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লঁরিয়ের মুখোমুখি হবে পিএসজি। আরএমসি স্পোর্টস জানিয়েছে, সেই ম্যাচেও নেইমার-ভেরাত্তির না থাকার সম্ভাবনাই বেশি।
গত মে মাসে পিএসজির উগ্র সমর্থকগোষ্ঠী আল্ট্রা নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করে। লেকিপ জানায়, এতে নাকি পিএসজির ওপর থেকে মন উঠে গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ছয় মৌসুম পিএসজির হয়ে খেলার পরও ভক্তদের এই সমালোচনার কারণ বুঝতে পারছেন না নেইমার। লেকিপের দাবি, নতুন গন্তব্য হিসেবে ব্রাজিলিয়ান সুপারস্টারের পছন্দ বার্সেলোনা। তবে আর্থিক দুর্দশার কারণে মোটা অঙ্কের ট্রান্সফার ফি এবং বেতন দিয়ে নিজেদের পুরনো খেলোয়াড়কে ফেরাতে অক্ষম ব্লাউগ্রানারা। সেজন্য নেইমার নাকি বেতন কমিয়ে হলেও ন্যু-ক্যাম্পে যাওয়ার কথা জানিয়েছেন।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে। ফরাসি স্ট্রাইকারের ট্রান্সফারের আলোচনায় নেইমারকে লোনে বার্সেলোনায় পাঠানোর প্রস্তাব করেছিল লা প্যারিসিয়ানরা। তবে পিএসজির প্রস্তাবে সাড়া দেয়নি ব্লাউগ্রানারা। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, ৩১ বছর বয়সী নেইমারকে নিজের পরিকল্পনায় নিতে চান না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তবে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার পছন্দের কারণেই নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা রয়েছে।
এমআই