অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোস্তাফিজুর রহমান। মোট ৫ জন প্রতিনিধির মধ্যে বাকিরা হলেন ইউনাইটেড ওপেন স্কাউট গ্রুপের মো: রুবেল মোল্লা, পিপলস ওপেন স্কাউট গ্রুপের মো: শাকিল আহমেদ, সাভার কলেজ রোভার স্কাউট গ্রুপের ফাতেমা তুজ সিমি ও সুফিয়া দেওয়ান মুক্ত স্কাউট গ্রুপের সুমাইয়া আফরিন সিমি।
শনিবার (১২ আগস্ট) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ-২০২৩ শেষে ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।
সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমার একার নয়,পুরো জবি রোভার স্কাউট গ্রুপের অর্জন এবং যারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন তাদের সকলের। ৫৯৫ টি ইউনিটের ৩ লক্ষ রোভার স্কাউটের নেতা হিসেবে আমার ওপর দায়িত্ব অর্পন করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলি আমি ঢাকা জেলা রোভারদের কল্যাণে কাজ করতে চাই। সকলেই আমার জন্য দোয়া করবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম খান বলেন, আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর প্রতিনিধি নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করতে পেরেছি। আমরা প্রমাণ করেছি পরিশ্রমীরা কখনো খালি হাতে ফেরেনা। যেহেতু আমি নিজেও সদ্য সাবেক প্রতিনিধি, তাই আশা করব মোস্তাফিজ ও কাজের ধারা অব্যাহত রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মান বাড়িয়ে তুলবে। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে যাদের দোয়া ও সহযোগিতায় আজ আমরা বিজয়ী হয়েছি।
এই অর্জনে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভাররা সব সময় জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে তাদের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে আমাদের গ্রুপ থেকে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই। আশাকরি ভবিষ্যতেও আমাদের রোভারবৃন্দ এর ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।
এমআই