ডা. শামছুল আলম :
একদল লোক অবশ্যই দাঁড়িয়ে থাকবে I
একদিন আমাদের রাসূল (সাঃ) কয়েকজন সাহাবীকে নিয়ে বসে ছিলেন I
একসময় তিনি আকাশের দিকে নজর দিয়ে দূরের কোন একটা কিছু দেখার চেষ্টা করলেন I
তারপর মাটির দিকে চেয়ে একটু চুপ করে থাকলেন I
মনে হলো তিনি যেন এক গভীর দুঃখকে অনুভব করার চেষ্টা করছেন কিন্তু চোখে মুখে উনার অনেক আশার আলো I
এক সময় সাহাবীদের দিকে তাঁকিয়ে বললেন,
"মনে রেখো, আমার উম্মতের মধ্যে একটা অংশ কিছু মানুষ কেয়ামত পর্যন্তু সত্যের উপর দাঁড়িয়ে থাকবে I
সবাই তাঁদেরকে ত্যাগ করলেও আল্লাহ ঠিকই তাঁদের সহায় হবেন I
আল্লাহ একসময় তাঁদেরকেই বিজয়ী করবেন I "
- ইয়া রাসূলাল্লাহ ! এরা কারা ?
"তারা হলো, বায়তুল মাকদুসের লোক "
রাসূল (সাঃ) এর উম্মতের সেই অংশ, প্রায় পঁচাত্তর বছর জালিমের সব অত্যাচার -নির্যাতন সহ্য করে আছে I
কিন্তু বায়তুল মাকদুস ছেড়ে চলে যায়নি I এখনো তাঁদের হৃদয়ে আল-আকসা I
একদল লোক এখনো দাঁড়িয়ে আছে I
ঘরে কোন খাবার নেই, আছে মৃত সন্তানের লাশ I নতুন জামা কেনা হয়নি, কিনেছে কাফনের কাপড় I
তবুও আল -আকসায় ঈদ জামাত বন্ধ হয়ে যায়নি I
(ছবি- আল আকসায় ঈদ জামাত )