শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস

বুধবার, আগস্ট ১৬, ২০২৩
অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের ৫০ ওভারের সংস্করণের বিশ্ব আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চলতি বছরের অক্টোবরে বিশ্বকাপের এবারের আসর বসবে ভারতে। শিরোপা ধরে রাখতে অলরাউন্ডার বেন স্টোকসকে খুব করে প্রয়োজন ইংল্যান্ডের। ইংল্যান্ডের সাদা বলের কোচ কোচ ম্যাথু মট জানিয়েছিলেন, স্টোকসকে ফেরাতে আলোচনায় বসবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার।

এরই মধ্যে জানা গেল অবসর ভেঙে ইংল্যান্ড দলে ফিরেছেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে এই অলরাউন্ডারকে রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে স্টোকসের ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।

স্টোকস ফিরলেও চোটে থাকা পেসার জোফরা আর্চার এই সিরিজেও দলে নেই। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এ ফাস্ট বোলারকে এখনো বিবেচনা করা হয়নি। দলে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা সম্ভাবনাময় তরুণ পেসার গাস অ্যাটকিনসন। সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারির হয়ে ২৫ বছর বয়েসী পেসার ২০ উইকেট নিয়ে আলোচনায় আসেন।

দল ঘোষণার পর ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেন স্টোকসের ফেরা দলের শক্তি বাড়াবে, 'স্টোকস ফেরায় দলের মান বাড়ছে। তার ম্যাচ জেতানোর ক্ষমতা ও নেতৃত্বের গুণ দলকে সহায়তা করে। আমি নিশ্চিত প্রতিটি ভক্ত তাকে ওয়ানডেতে ফিরতে দেখে আনন্দ পাবে।'

২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে স্টোকসের অবদান অনেক। গত নভেম্বরে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও দারুণ কৃতিত্ব দেখান। স্টোকসের বড় ম্যাচের টেম্পারমেন্টই তার চাহিদা বাড়িয়ে দিয়েছে। দারুণ ছন্দে থাকলেও গত বছর আচমকা ওয়ানডে ছেড়ে দেন তিনি। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারকে আগামী বিশ্বকাপে খেলাতে চায় ইংল্যান্ড।

মূলত, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ১৫ জনের স্কোয়াডই বিশ্বকাপে খেলাতে যাচ্ছে ইংলান্ড। যদিও ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় পাচ্ছে দলগুলো। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।

আগামী ৩০ আগস্ট চেস্টার লি স্ট্রিটে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের তিনটি ম্যাচ যথাক্রমে ১, ৩ ও ৫ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ড, এজবাস্টন ও ট্রেন্টব্রিজে। ৮ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কার্ডিফে। পরের তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর যথাক্রমে সাউদাম্পটন, ওভাল ও লর্ডসে।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার, লুক উড।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল