মো: ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নবিজল (৪২) নামে ইজিবাইক (অটো) চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে ইসলামপুর পৌরসভার পাটনিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নবিজল ইসলামপুর পৌর শহরের পলবান্দা ভাটিপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক পাটনিপাড়া মোড়ে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। গুরতর আহত অবস্থায় নবিজলকে নিকটস্থ ইসলামপুর হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অজস্র গুনগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআই