শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) নিজ সংগঠনের সদস্যদের দক্ষতা উন্নয়নে 'ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১.০' আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৭ই আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়।
সংগঠনটির 'ইভেন্ট-অপারেশনস, ক্রিয়েটিভ এবং হিউম্যান রিসোর্স এন্ড এডমিন' এই তিনটি শাখার প্রায় ২০ জন ম্যানেজমেন্ট ট্রেইনিদের নিয়ে আয়োজিত এই প্রোগ্রামে শাখা ভিত্তিক বিভিন্ন কাজ সম্পর্কে সেশন পরিচালনা করেন শাখা গুলোর পরিচালক এবং উপ-পরিচালকগণ।
এসময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সহ আরও উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর মোহাম্মদ মেহেদি হাসান।
আয়োজন নিয়ে ক্লাবের সভাপতি মো: সামিউল ইসলাম জিসান বলেন, ' আমাদের ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা ও নেতৃত্ব গঠনে সহায়ক দক্ষতা অর্জন ও বৃদ্ধিতেই কাজ করে। এই কাজ গুলো পরিচালনা করার জন্য অভ্যন্তরীন সদস্যদেরও কিছু সুনির্দিষ্ট দায়িত্ব-কাজ থাকে। আমাদের এই ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা করার উদ্দেশ্য মূলত ক্লাবের শাখাগুলোর সদস্যদের দক্ষতা উন্নয়ন করা, শাখাভিত্তিক ভিন্ন ভিন্ন কাজে তাদেরকে পারদর্শী করে তোলা'।
প্রোগ্রামের অংশগ্রহণকারী ইভেন্ট শাখার ম্যানেজমেন্ট ট্রেইনি আরিয়ান রিয়াদ বলেন, 'ক্লাবের বিভিন্ন শাখার কাজগুলোও ভিন্ন ভিন্ন। আমরা ক্লাবে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন প্রোগ্রাম ও সেশনে কাজ করেছি এরপরও কিছু বিষয়ে ধারণা আরও স্পষ্ট হওয়া জরুরি ছিলো যা এই প্রোগ্রামের মাধ্যমে পূরণ হয়েছে। এছাড়াও যেহেতু কয়েকটি শাখার কাজ এবং কর্মপ্রক্রিয়া একসাথে দেখানো হয়েছে তাই আমরা নিজস্ব শাখার কাজের বাহিরেও অন্য শাখার কাজ সম্পর্কে ধারণা পেয়েছি। আশা করি এটা আমাদের সামনের দিনে কাজে আরও অগ্রসর হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে। '
এমআই