বিনোদন ডেস্ক: ১৭ ই আগস্ট ইউটিউব চ্যানেল ইনডেক্স মাল্টিমিডিয়ার ব্যানারে অবমুক্ত হল তরুণ নির্মাতা শামীম আহসানের পরিচালনায় মিউজিক ভিডিও আড়ি। সি কে দে চয়ন এর কথায় স্নিগ্ধা রিতা রায়ের সুরে আড়ি গানটিতে কন্ঠ দিয়েছেন ম্যাজিক বাউলিয়ানা ২০১৬ এর জনপ্রিয় গায়ক আমিতো ভালা না ভালা লইয়া থাইকো খ্যাত কামরুজ্জামান রাব্বি।
সংগীত করেছেন রাজ হৃদয়। চমৎকার এই হৃদয় স্পর্শী গানটিকে ভিত্তি করে অসাধারণ একটি গল্পে ভিডিও নির্মান করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা শামীম আহসান। যেখানে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা,এনা রহমান এবং সাকিব শিকদার।
গানটি প্রসঙ্গে নির্মাতা শামীম আহসান বলেন,মিউজিক ভিডিওর ক্ষেত্রে গানটির কথা যখন সুন্দর হয় তখন একজন নির্মাতা ভালো গল্প জন্ম দিতে পারেন।
আড়ি গানটির কথা ও সুর এতো সুন্দর যে গানটি শুনেই মাথায় গল্প চলে আসে। ভিডিওটি খুব যত্ন করে নির্মান করেছি আশাকরি গানটি শুনে এবং দেখে সবার হৃদয় ছুঁয়ে যাবে।
এমআই