সময় জার্নাল ডেস্ক:
শেভরণ বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী পরিষদের (২০২৩ - ২০২৪) নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মুস্তফা সুহেল ইকবাল ও মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সকল শ্রমিককে ভোটাধিকার প্রয়োগের সুবিধাৰ্থে নিৰ্বাচন কমিশন দুইটি ধাপে ভোট গ্রহণ সম্পর্ণ করেন , প্রথম ধাপে ভোট গ্রহণ করা হয় ২২শে জুন এবং দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ করাহয় ৬ই জুলাই। শেভরণ বাংলাদেশ এর প্ৰধান কার্যালয় সহ শেভরণ পরিচালনাধীন সকল গ্যাসপ্লান্ট সমূহে (বিবিয়ানা গ্যাসপ্লান্ট , জালালাবাদ গ্যাসপ্লান্ট, মৌলভিবাজার গ্যাসপ্লান্ট এবং মুচাই কম্প্রেসর স্টেশন ) একযোগে ভোট গ্রহণ করা হয়।
শেভরণ বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়নের কার্যককরী পরিষদের ভোট গ্রহণ শেষে ৬ই জুলাই সন্ধ্যা ৭টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব জিকরুল আলম গাজী। নির্বাচনে সভাপতি মুস্তফা সুহেল ইকবাল, সহ-সভাপতি এস. এম. শাহরিয়ার আবেদীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, অর্থ সম্পাদক শ্যামল কৃষ্ণ মজুমদার, সহ-অর্থ সম্পাদক এ. বি. এম. মোফখখারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. কে. সাইফুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মান্নাফুল হক, প্রচার সম্পাদক আগা আমিরুল ইসলাম চৌধুরী , সহ-প্রচার সম্পাদক কাওসার নাইম রেজা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান, সহ-দপ্তর সম্পাদক রায়হানুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশেকুর রহমান, সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির আলম, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা জাহান মনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ এ আউয়াল খান, নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্য্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মণমথ দত্ত, এম আক্কাস আলী, তৌফিক ইলাহী, কাজী তৌহিদুল ইসলাম, মোঃফিরোজ আলম, মুহাম্মাদ ইসমাইল হোসেন , এবং মুহাম্মদ সালমান। নির্বাচন সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশনারের দায়ীত্বে ছিলেন শেভরণ বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়ন এর সদস্য জনাব মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী, মাহবুব আলম, মোঃ মাহবুবুর রহমান চৌধুরী এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব জিকরুল আলম গাজী।
আগা আমিরুল ইসলাম চৌধুরী।
প্রচার সম্পাদক
শেভরণ বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং বি -২১৮৬)
এস.এম