নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ মনোনয়নের ফল প্রকাশ হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা মাত্র ) প্রদান করতে পারবে। উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে।
আগামী ২৮ আগস্ট , ২০২৩ তারিখ বিকেলে দ্বিতীয় মনোময়ন প্রকাশ করা হবে।
সাত কলেজের তিনটি ইউনিটে এ বছর মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি।
এমআই