আন্তর্জাতিক ডেস্ক:
রহস্যে ঘেরা চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করল ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার। প্রথম কোনো দেশ হিসেবে চাঁদের ওই অংশে নামে চন্দ্রযান-৩। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের ওই অংশে নামে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে।
চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণের কার্যক্রম সফলভাবে শেষ হওয়ায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভারত। চাঁদে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় (আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই) চতুর্থ হিসেবে নিজেদের নাম লেখালো তারা। এছাড়া চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পাচ্ছে ইসরো।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান শ্রীধরা পানিকার সোমানাথ বলেছেন, ‘আমরা চাঁদে সফলভাবে সফ্ট ল্যান্ডিং করেছি। ভারত এবার চাঁদজয় করেছে।’
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের সফল চাঁদ অভিযান শুধু দেশটির একার সাফল্য নয়। এ অভিযানটি মূলত মানুষের কল্যাণের জন্য করা হয়েছে। এ কারণে এটার সাফল্য সমগ্র মানবতার জন্য নিবেদিত।’
সম্প্রতি চন্দ্রাভিযানে গিয়ে রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়েছে। কিন্তু ইতিহাস গড়ল ভারতের চন্দ্রযান-৩।
এমআই