ইবি প্রতিনিধি: অমর একুশে বইমেলা-২০২১ এ আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির প্রথম একক সমকালীন উপন্যাস ‘কনীনিনা’। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আসন্ন বইমেলায় পুস্তক প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক। বইটি ইতিমধ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে। রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে বইটি। এর প্রচ্ছদ করেছেন লুৎফি রুনা।
উপন্যাসটিতে বাস্তবিক প্রেক্ষাপটে প্রেম, বিরহের বিষয়ে তুলে ধরেছেন লেখক। তিনি বলেন, ‘শুধু ভুল কিংবা সঠিকের দাড়িপাল্লায় জীবনের সব গল্প হয়তো ঠিক পরিমাপযোগ্য নয়। আমাদের প্রত্যেকের জীবনের বাঁকে বাঁকে কিছু গল্প থাকে অব্যক্ত, থাকে অপ্রকাশিত। হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু মানুষ কিংবা ঘটনা জীবনের অনেকটা জায়গা দখল করে নেয়।’
তিনি আরো বলেন, ‘বাকি জীবনে তারই প্রতিফলন ঘটে, কখনো বা অনুশোচনা জাগায়। স্মৃতি যেন অবিনশ্বর! একটি সুন্দর ভোরের অপেক্ষায় কত বিনিদ্র রাত আর দু’চোখের পাতা দায়ী তা অজানাই থাকুক। উপন্যাসটি পড়ার পর পাঠক মনে আগ্রহ জন্মামে কনীনিকা হারিয়ে ফেলার গল্প নাকি ভিন্ন কিছু?’
এ বিষয়ে খায়রুজ্জামান খান সানি বলেন, ‘আমার লেখা প্রথম একক উপন্যাস ‘কনীনিকা’। আশা করি পাঠককে ভালো লাগার এক অনুভূতি দিবে এবং ছুঁয়ে যাবে মন। পাঠক প্রিয়তা লাভ করবে সর্বোচ্চ এই প্রত্যাশা রাখি।’
উল্লেখ্য, খায়রুজ্জামান খান সানির জন্মস্থান গোপালগঞ্জ জেলার কাঠি গ্রামে। দশম শ্রেণি থেকেই লেখালেখির হাতেখড়ি। এর আগে তার প্রথম যৌথকাব্যগ্রন্থ জলতরঙ্গ-২ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ ও কবিতা লিখেন।
সময় জার্নাল/এমাআই