চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুরে ট্রেনের সঙ্গে পুলিশের টহল ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। তারা তিনজনই পুলিশের কনস্টেবল। আর দুর্ঘটনায় আহতরা হলেন সাব ইনসপেক্টর সুজন শর্মা ও ড্রাইভার সমর চন্দ্র সূত্রধর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মানবজমিনকে বলেন, সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় হতাহত কয়েকজনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মৃত ছিলো। আর হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, ট্রেনের সাথে সংঘর্ষে পুলিশের তিন কনস্টেবল নিহত হয়েছে। আর একজন এসআই ও গাড়ির ড্রাইভার আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমরা দুর্ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা করছি।
এমআই