শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নজরুলকে 'জাতীয় কবি' হিসেবে গেজেট প্রকাশের দাবি

রোববার, আগস্ট ২৭, ২০২৩
নজরুলকে 'জাতীয় কবি' হিসেবে গেজেট প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবদেক:

কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি ঘোষণায় গেজেট প্রকাশ করার দাবি জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বাস্তবায়ন পরিষদ। 

(২৭ আগস্ট) রবিবার কবির সমাধি প্রাঙ্গনে  কবি সাহিত্যিকগণ এ দাবি জানান। 

কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বাস্তবায়ন পরিষদ -এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও কবি'র ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধি প্রাঙ্গনে কবি সাহিত্যিকগণ কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের দাবিতে সমবেত হন।

জাতীয় কবি বাস্তবায়ন পরিষদ -এর যুগ্ন আহবায়ক কবি ও সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ছড়াকার ফরিদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে, কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের দাবিতে বক্তব্য রাখেন বক্তারা। 

এ সময় উপস্থিত ছিলেন কবির নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান, নাট্যব্যক্তিত্ব এডভোকেট লুৎফুল আহসান বাবু, বাংলা একাডেমির সদস্য কবি সৈয়দ নাজমুল আহসান, বিশিষ্ট সংগঠক  ডাঃ ম আ আ মুক্তাদীর।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল