মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

মেট্রোরেলে সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে সাংবাদিক ‘লাঞ্ছিত'

মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩
মেট্রোরেলে সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে সাংবাদিক ‘লাঞ্ছিত'

নিজস্ব প্রতিবেদক:

মেট্রোরেলের শেওড়াপাড়া স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২ টায় রাজধানী শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যেতে পথের প্লাটফর্মে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার সাংবাদিক হলেন, আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আকতারুজ্জামান ও সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ। 

জানা গেছে, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাদের প্রশ্ন শুনেই তেড়ে আসে। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিকককে লিফটের ভেতরে ঢুকিয়ে উর্ধতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে নিয়ে যায়। এরপর দায়িত্বরত কর্মকর্তা আনসারকে থামিয়ে সাংবাদিকরে বলেন, এই আনসারের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। ব্যবস্থা নেবো। অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন। 

সমকালের রিপোর্টার মামুন সোহাগ জানান, অফিসিয়াল অ্যাসাইনমেন্টে আজ দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যাই ভিডিও স্টোরি করার জন্য। দুই বছর আগে আজকের দিনেই আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর চলে দেশের প্রথম মেট্রোরেল। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়াতে অনেক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক টেলিভিশন পত্রিকায় রিপোর্টও হয়েছে। সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে, ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য আমার উপর তেড়ে এসে কেড়ে নেয়। মুহুর্তেই ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলে যেতে হবে, বসেরা কথা বলবে। শুধু আমাকেই না, আমাদের সময়ের রিপোর্টার আকতারুজ্জামানের কাধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন। যা বলি তাই হবে।

আনসারের হাতে হামলার শিকার হওয়া আকতারুজ্জামান জানান, মেট্রলে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা,  এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল কয়েক দিন ধরে। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও  প্রতিবেদন করতে যায় আমি। মেট্রোরেলের পাবলিক টয়লেট ব্যবহার করা দু একজনের সঙ্গে স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য  জানার চেষ্টা করছিলাম। হঠাৎ একজন এসে  ধাক্কা দিয়ে বলে কিসের ভিডিও করছেন।  তাকিয়ে দেখলাম আনসার সদস্য।  তাকে সাংবাদিক  পরিচয় দেওয়ার সত্বেও আমাকে ও সমকালের রিপোর্টার মামুন সোহাগকে  শাসিয়ে যান৷ কাজ শেষে আমরা বের হওয়ার সময় তিনি আবারো অশালীন মন্তব্য করেন। এমন সময় আমরা কোন ভুল করেছি কিনা প্রশ্ন করলে তেড়ে আসানে আমাদের দিকে। বুম কেড়ে নেন টেনে হিজড়ে লিফটে উঠানো হয় আমাদের। এরপর নিচে কন্ট্রোল রুম ইন চার্জ এর রুমে নিয়ে যাওয়া হয়।  কত্বব্যরত ব্যক্তিকে আমরা বিষয়টি অবহিত করি।

এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মোঃ মহসিন জানান, সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে আনসার ভুল করেছে। সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এই বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেব।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল