স্পোর্টস ডেস্ক:
‘হাইব্রিড মডেল’-এ আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আর কিছুক্ষণ পরেই মাঠে গড়াচ্ছে প্রথম ম্যাচটি। কর্মব্যস্ত জীবনে অনেকেই বাসায় বসে টেলিভিশনে খেলা দেখা সুযোগ না পান না। তাইতো অনেকেই মোবাইলে বসে খেলা দেখেন।
প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। বুধবার (৩০ আগস্ট) মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা ৩০ মিনিটের সময় উদ্বোধনী ম্যাচে মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান।
সবগুলো ম্যাচই টেলিভিশনের পাশাপাশি মোবাইল থেকেও দেখা যাবে। এর মধ্যে অনলাইনে দেখার সুযোগ থাকছে দুটি অ্যাপে। সেগুলো হলো- র্যাবিটহোল বিডি এবং টফি অ্যাপ।
এ ছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি
এই লিংক - এ ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
আর বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে দুটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টস। এ ছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।
পাকিস্তান-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের আসরটি। এশিয়া কাপে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৬টি দল। পাকিস্তান, ভারত ও নেপাল পড়েছে একটি গ্রুপে।
অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিযোগিতার ১৩টি ম্যাচের মধ্যে চারটি হবে পাকিস্তানের দুই ভেন্যু মুলতান আর লাহোরে। ফাইনালসহ বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে আর কলম্বোতে।
এমআই