মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে মূখে কালো কাপড় পরে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি এই মৌন মিছিলের আয়োজন করে।
বুধবার (৩০ আগস্ট-২০২৩) বিকেল সাড়ে ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র নেতৃত্বে এক বিশাল মৌন মিছিল বের হয়ে শহরের লিলিমোড়, বুটিবাবুর মোড়, মুন্সিপাড়া, নিমতলা মোড়, মর্ডানমোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।
মৌন মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-,সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোজাহারুল ইসলাম, মোঃ নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান আখতার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিরলের ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব মোঃ সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, জাসাস ও বিএনিপর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমআই