ক্রীড়া প্রতিবেদক:
নতুন করে ওয়ানডের নেতৃত্বভার পেয়েছেন সাকিব। ওপেনিংয়ে নতুন জুটি। তামিম-লিটন-এবাদত ছিটকে যাওয়ার চ্যালেঞ্জ উৎরানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
শুরুতে ব্যাটিং করার বিষয়ে সাকিব বলেছেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আশা করছি ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবো। আমরা তিনজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে খেলছি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনার তানজিদ তামিমের অভিষেক হয়েছে। অতিরিক্ত একজন স্পিনার দলে নেওয়ায় ডানহাতি অফি স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী একাদশে ঢুকেছেন। এছাড়া পেস আক্রমণে তাসকিনের সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা বলেছেন, টস জিতলে আমিও ব্যাটিং নিতাম। তবে বৃষ্টির সম্ভাবনা আছে শুরুতে বোলিং পাওয়ায় খারাপ হয়নি। ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করায় সুবিধা পাবো আশা করছি।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।
এমআই