আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বরখাস্তের বিষয়টি জেলেনস্কি নিজেই ঘোষণা করেছেন।
এতে আরও বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর আগে থেকেই জেলেনস্কি সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন রেজনিকভ।
প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্তের কথা উল্লেখ করে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, 'নতুন পদ্ধতিতে' প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার সময় এসেছে।
রেজনিকভের উত্তরসূরি হিসেবে ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের দায়িত্বে থাকা রুস্তেম উমেরভকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন জেলেনস্কি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির প্রশাসনে দুর্নীতিবিরোধী ব্যাপক পদক্ষেপের মধ্যেই রেজনিকভকে বরখাস্তের ঘোষণা এলো।
সময় জার্নাল/এলআর