সময় জার্নাল প্রতিনিধি:
উদ্যোক্তাদের বিপনণ ব্যবস্থার বিকাশের প্রত্যয়ে যাত্রা শুরু করল প্যাস্টেল ইভেন্টস। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক পরিচালক ফাতিমা তুজ জান্নাত ও ব্যবস্থাপনা পরিচালক তাহিয়া ইসলাম। আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক সামীরা মোস্তফা তৃষা ও জান্নাতুল নাহরিন আর্থি।
অনুষ্ঠানে প্যাস্টেল ইভেন্টের প্রধান নির্বাহী পরিচালক ফাতিমা তুজ জান্নাত বলেন, আমাদের সমাজে নারীরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসলেও ব্যাবসায়ী হিসেবে তাদের পথচলার রাস্তা এখনো মসৃণ না, কঠিন এই পথ সহজ করবে প্যাস্টেল ইভেন্ট।
প্যাস্টেল ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাহিয়া ইসলাম বলেন, এ প্রতিষ্ঠানের সাথে আমরা যারা জড়িত আছি সবাই উদ্যোক্তা। উদ্যোক্তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও আয়োজন করে আসছি আমরা। এবার প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোক্তাদের প্রয়োজনে তাদের পাশে থাকার আশা প্রকাশ করছি।
এমআই