সর্বশেষ সংবাদ
আল জাবের রাফি, বুটেক্স প্রতিনিধি:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনে বুটেক্স সাংবাদিক সমিতির পক্ষ থেকে শিক্ষক সমিতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক সমিতির পক্ষ থেকে ছিলেন সভাপতি ড. মো: রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. মো: সাইদুজ্জামান।
শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মো: রিয়াজুল ইসলাম জানান, ‘আমরা সকল শিক্ষক বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে যাবো। আমাদের স্লোগান ছিল প্রগতির পথে সবাই একসাথে, আমরা এই স্লোগানকে সামনে রেখে একতাবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং শিক্ষকের মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমরা একযোগে কাজ করে যাবো।’
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: সাইদুজ্জামান জানান 'আশা করি আমাদের দেওয়া ১৯টি ইশতেহার এক বছরে মধ্যে পূরণ করতে পারব।’
সাংবাদিক সমিতির সভাপতি ফরমান হোসাইন বলেন, 'সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি নির্বাচিত সম্মানিত শিক্ষকবৃন্দের অভিনন্দন জানাই। আমরা বুটেক্স সাংবাদিক সমিতি আশাবাদী বুটেক্স শিক্ষক সমিতি শিক্ষকদের মান,মর্যাদা ও অধিকার আদায়ে একতাবদ্ধ হয়ে এক যুগে কাজ করে যাবেন।
একইসাথে স্যারদের দেওয়া ইশতেহার পূরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।'
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বুটেক্স শিক্ষক সমিতির নির্বাচন হয়,যাতে ১০৭ জনের মধ্যে মোট ১০৫ জনের ভোটের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ড. মো: রিয়াজুল ইসলাম ও ড. মো: সাইদুজ্জামান সহ ৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়।
সময় জার্নাল/এস.এম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল