বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
'ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ' প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পাশে কাঠবাদাম গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
রোটারী ক্লাব অব কুমিল্লার সার্বিক সহযোগিতায় মোট ৬৫ টি কাঠবাদাম গাছ লাগানোর পরিকল্পনা থেকে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়। কেন্দ্রীয় মাঠের চারপাশে সবগুলো গাছ লাগানোর পাশাপাশি রক্ষনাবেক্ষণের জন্য প্রয়োজনীয় বেড়াও দেওয়া হয়।
রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদুর রহমান বলেন,'আমাদের ক্লাবের কার্যক্রমের মাধ্যমে আমরা সোশ্যাল এঙ্গেইজমেন্ট বাড়ানো এবং সমাজে পজেটিভ মুভমেন্ট নিয়ে আসতে চাই। আমাদের ক্লাবের অনেকগুলা ধারাবাহিক প্রজেক্টের একটি হলো "বৃক্ষরোপন কর্মসূচী"। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে কোনো গ্যালারি নেই যার কারনে শিক্ষার্থীদের রোদে পুড়ে খেলা দেখতে হয়। সেই দুর্ভোগের কথা মাথায় রেখে রোটারেক্ট ক্লাব আজকে সেন্ট্রাল ফিল্ডের চারপাশে গাছ লাগানোর পরিকল্পনা সাজিয়েছে।'
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক গভর্নর দিলনাশি মহসিন, রোটারী ক্লাব অব কুমিল্লার সভাপতি নজরুল হক ভুইয়া স্বপন, সাবেক সভাপতি ডা. আবু আয়ুব হামিদ, রোটারীয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল চৌধুরী , রোটারীয়ান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, রোটারীয়ান সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান, শেখ হাসিনা হলের প্রভোস্ট শাহেদুর রহমানসহ রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও অন্যান্য সদস্যরা।
এমআই