বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত ৮০ বছরের বৃদ্ধ ও ৩০ বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১শ ৭৮ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি-বেসরকারী হাসপাতালে ৪শ ৯৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন জেলার নগরকান্দা উপজেলার দহিমারা গ্রামের আঃ লতিফ ছেলে আঃ হালিম(৮০) এবং সদরপুর উপজেলার ভাষানচর গ্রামের আলিম খার ছেলে শিমুল খা(৩০)।
বুধবার (৬ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, গত ২ সেপ্টম্বর রাত সাড়ে ৭ টায় আঃ হালিম নামের এক ডেঙ্গু রোগী হাসপাতালটিতে ভর্তি হন। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার পরে তিনি মারা যান। এছাড়া ৪ সেপ্টম্বর রাতে আলীম নামের এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওযার ১৬ ঘন্টা পরে গতকাল বেলা ১১টায় তিনি মারা যান।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালটিতে ৭২ জন নতুন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালটিতে ২শ ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন সূত্রে জানা যায়, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় অদ্যাবধি ১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার জন। এর মধ্যে ৫ হাজার ৪শ ৮৪ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।
এমআই