বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী বাজার পাড়া গ্রামে আগুন লেগে বসত ঘর পুড়ে গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে দিনমজুর জালাল উদ্দীনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দুটি বসতঘর সহ নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র এবং ঘরে মজুদ ধান ও চাল এবং একটি এনজিও থেকে ঋণ নেয়া ৩০ হাজার টাকা আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন নেভাতে গিয়ে জালাল উদ্দীন সামান্য আহত হয়েছে। তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থের শিকার জালাল উদ্দীন বলেন, ফ্যানের সুইচ দিতে গেলে কার্ড আউটে আগুন লেগে যায়।মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পরে।বৈদ্যুতিক আগুন হওয়াতে মানুষ আগুন নেভাতে ভয় পাচ্ছিলো। চোখের পলকে সব পুড়ে গেছে জানিয়ে বার বার মূর্ছা যাচ্ছিলেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিজল হক বলেন, জালাল দিন মজুরি করে চলে আগুনে তার খুব ক্ষতি হয়ে গেলো।তাকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে সাহায্যে করার দাবি জানান তিনি।
এসজে/আরইউ