বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ইশ্বরদী থেকে ফরিদপুর হয়ে স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী থেকে ফরিদপুরে আসে পদ্মা রেল সেতুর ওপর দিয়ে আনুষ্ঠানিক ভাবে ট্রায়ালের জন্য। এই ট্রেনের চালক ছিলো আবুল কাশেম।
ফরিদপুর রেল স্টেশনের মাষ্টার তাকদির হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নতুন নতুন ইঞ্জিন যুক্ত আটটি বগি নিয়ে আন্তনগর স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঈশ্বরদী থেকে ছেড়ে আসে। গতকাল রাতে সেটি রাজবাড়ী স্টেশনের অবস্থান করে। পরে বুধবার সকাল সাড়ে দশটায় স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বেলা সাড়ে এগারোটার দিকে ফরিদপুর ত্যাগ করে। আজ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা কামলাপুর রেলস্টেশনে পৌছাবে।
আগামীকাল ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী ট্রেনটি যাত্রা শুরু করবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ আনুষ্ঠানিক ভাবে ট্রায়ল করবে ট্রেনটি।
এমআই