সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব (এপিএস) মু. আশরাফ সিদ্দিকী বিটুর মেয়াদ আরও ৩ বছর বেড়েছে। মঙ্গলবার (১৮ মে) বিটুর চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশেটিতে বলা হয়েছে, মু. আশরাফ সিদ্দিকী (বিটু)কে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২৫ এপ্রিল ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আশরাফ সিদ্দিকী বিটুর গ্রামের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায় মাসকান্দায়। তিনি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সময় জার্নাল/এসএ