নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে পৌঁছে দেয়া হলো ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজে উপহারসামগ্রী।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কলেজের শহিদ বরকত মিলনায়তনের সামনে শতাধিক কর্মচারীর মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিল সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার।
উপহারসামগ্রী বিতরণ কালে অধ্যাপক পারভেজের মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিতুমীর কলেজের অধ্যক্ষ
অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এধরণের কাজ আমাদের জন্যও অনুপ্রেরণাদায়ক।
অধ্যাপক মালেকা আক্তার বানু বলেন, এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে অনেক ধন্যবাদ।
উল্লেখ্য, বছরজুড়েই দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের পাশে দাঁড়ান অধ্যাপক পারভেজ। তারই ধারাবাহিকতায় আজকে তিতুমীর কলেজের কর্মচারীদের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এমআই