ফাহিম হোসেন, ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন চায়ের দোকানের সামনে গাছ ভেঙ্গে পড়ে রিকশাচালক রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন ঢাবির শামসুন নাহার হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা বিনতে রোকন ও এক পথচারী।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টি এবং ভারি বাতাসের কারণে গাছটি ভেঙ্গে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এতে নিহত রফিকুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টি এবং ভারি বাতাসের কারণে গাছটি ভেঙ্গে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এতে আহত হয়েছেন ঢাবির শামসুন নাহার হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা বিনতে রোকন ও এক পথচারী।
প্রত্যক্ষদর্শী ঢাবির স্বাস্থ্য অর্থনীতি বিভাগের রিদওয়ান মুহসিন সময় জার্নালকে বলেন, হুট করে বৃষ্টি শুরু হওয়ায় আমরা দ্রুত টিএসসির মূল ভবনের গেটে আশ্রয় নেই। তখনই হঠাৎ গাছটি ভেঙ্গে পড়ে।
আমাদের বরাবর কোনাকোনি সামনে। আমি চা রেখে দৌড়ে গিয়ে দেখি দুজনকে গাছের ডালপালা থেকে বের করা হয়েছে। একজন রিকশাচালককে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। পরে আরেকটা রিকশায় করে তাকে ঢাকা মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সময় জার্নালকে জানান, গাছ পড়ার পরপরই তিনি মারা যান। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে জানানো হয়েছে। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান সময় জার্নালকে বলেন, এটা একটা দুর্ঘটনা এবং আমরা এতে শোকাহত। ক্যাম্পাসে ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে সেগুলোর ব্যাপারে শিঘ্রই আমরা পদক্ষেপ নেবো।
টিএসসির এক চা দোকানি সময় জার্নালকে জানান, গাছটির ঢাল এর আগেও দুইবার ভেঙ্গে পড়েছিল। তবে তখন গুরুতর কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সময় জার্নাল/এলআর