মো: জাহিদুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে গাছের সঙ্গে আঘাত লেগে ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় উপাচার্যের বাসভবনে ভাঙচুর করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা রাত সাড়ে ৮টার শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, চৌধুরীহাট এলাকায় রেললাইনের ছাদের উপরে গাছের ডালপালা ঝুলে ছিল। শাটল ট্রেন চৌধুরীহাট পার হওযার সময় ছাদে থাকা শিক্ষার্থীরা হেলে থাকা গাছের সঙ্গে আঘাত পেয়ে আহত হন। এ সময় কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। কয়েকজন গাছের ডালপালার সাথে ধাক্কা খেয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৭ জনকে তাৎক্ষণিক ফতেহাবাদ ক্লিনিক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে। অনেকজনের অবস্থা আশংকাজনক।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে শাটলট্রেন ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্টে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন। ভিসি হিলের রাস্তায়ও শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন।
এমআই