ফাহিম হোসেন, ঢাবি প্রতিনিধি:
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ ও আবেদন ফি সর্বোচ্চ ২০০ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে আন্দোলনের সমম্বয়ক শরিফুল হাসান শুভসহ আনুমানিক ১০ জনকে গ্রেপ্তার করার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শাহবাগ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়ে গেলে পুলিশ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান তারা।
শিক্ষার্থীরা জানান, দুপুর ২টায় দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করলে পুলিশ দ্রুত স্থান ত্যাগ করতে বলে। পরে বিক্ষোভ নিয়ে শাহবাগ থানার সামনে গেলে পুলিশ হামলা চালায় এবং অনেককে গ্রেপ্তার করে।
আন্দোলকারী শিক্ষার্থী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের শহীদ মিনারে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দেয়। আমরা তাদের বললাম হয় আমাদের জনপ্রশাসন মন্ত্রীর সাথে দেখা করিয়ে দিন নাহয় সকলকে গ্রেপ্তার করুন। আমরা এই দাবি নিয়ে সকল নীতিনির্ধারকদের কাছে গিয়েছি। গত ১২ বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে আসছি। তবুও কারো কোন নজর নেই।
আরেক আন্দোলনকারী উর্মি সিদ্দিকা বলেন, আন্দোলন করা এবং নিজেদের দাবি তুলে ধরার অধিকার আমাকে সংবিধান দিয়েছে। আমরা কোন রাস্তা ব্লক করিনি। জনদুর্ভোগ তৈরী করিনি। তবুও আমাদের উপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে আবারও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ ও আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালন করেন প্রত্যাশীরা।
সময় জার্নাল/এলআর