ফাহিম হোসেন, ঢাবি প্রতিনিধি:
পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে বাংলাদেশ তরুণ লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ শুক্রবার বিকাল ৪টায় ঢাকা হাইকোর্ট সংলগ্ন মাজার গেইটে সাক্ষরতা অভিযান প্রোগ্রাম আয়োজন করেন তারা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান, ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক আকিব হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমরান উদ্দিন ও কার্যকরী পরিষদের সদস্যগণ এতে উপস্থিত ছিলেন।
লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি বলেন, মানুষের প্রয়োজনীয় মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি ও অগ্রগতি নেই।
প্রতিটি মানুষের শেখার অধিকার আছে। কাউকে অবহেলা করতে নেই। আশা করি আপনারা এই স্কুলে পড়ালেখার মাধ্যমে উপকৃত হবেন।
সময় জার্নাল/এলআর