জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর উদ্যোগে "অপরচুনিটি অফ লার্নিং ইংলিশ ইন বাংলাদেশ এন্ড এবরুড এন্ড হাউ টু বি গুড এট ইংলিশ " ওয়ার্কশপ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
প্রধান স্পিকার হিসেবে সেশনটি পরিচালনা করেন ইংরেজি শিক্ষক সিরাজুম মুনির নির্ঝর।
ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম সাগর বলেন, এইরকম প্রোগ্রাম নিঃসন্দেহে রাবি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা দেন।
রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর সভাপতি মো: জুলফিকার আলী বলেন, ক্লাবের উপদেষ্টা স্যারদের এবং রাবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেলে আগামীতে আরো অসংখ্য ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে আমাদের পক্ষে।
ফারজানা মিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেলের সহযোগী সদস্য অধ্যাপক আব্দুল্যাহ-আল মারুফ, রাবি ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী লেখক গোলাম মোরশেদ এবং রাবি মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী বর্তমানে টেকফ্লিক্স এর সিইও নাসুম রানা মাসুদ।
এমআি