সময় জার্নাল প্রতিবেদক : পণ্যের গুণগত মান সনদ বা ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় রাজধানীর কলাবাগনস্থ লাজ ফার্মাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ৫ লাখ টাকা জরিমানা করেছে।
সোমবার বিএসটিআই’র একটি ভ্রাম্যমাণ আদালত একনিঅনোমিকস ব্রান্ডের ৩৬০ ডিগ্রি বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবী পাউডার, বিস্কুট, চিপস ইত্যাদি পণ্যের গুণগত মান সনদ/ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ও বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে মো. মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও রাশেদ আল মামুন উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এসএ