রাকিবুল ইসলাম, ডিআইইউ:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আইন বিভাগের আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া সদ্য তালিকাভুক্ত নতুন আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের মুট কোর্ট রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ ডব্লিউএম আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. এস কিউ পাটোয়ারী, প্রো-ভিসি প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার প্রফেসর মো. রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক রোকসানা আক্তার, সহকারী অধ্যাপক সুনিতা রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক নাসির আহমেদ, আইন বিভাগের প্রভাষক নুরুল হুদা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ডিআইইউ থেকে স্নাতক হওয়া সদ্য নথিভুক্ত আইনজীবীদের সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে এবং একজন সৎ ও কঠোর পরিশ্রমী আইনজীবী হতে হবে। পাশাপাশি তিনি সকল বিজ্ঞ আইনজীবীকে তাদের পেশাগত জীবনের সকল ক্ষেত্রে মানবিক মর্যাদা ও পেশাগত নৈতিকতা সমুন্নত রাখার আহ্বান জানান।
পরে ৫০ জন সফল আইনজীবীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
এমআই