সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারদের জন্য টেক জায়ান্টের রোডম্যাপ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টায় অনলাইন কনফারেন্স এর মাধ্যমে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাইক্রোসফট কোম্পানিতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুমিত সাহা। তিনি বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত ছাত্রদের উদ্দেশ্যে নানামুখী দিক নিদের্শনা পেশ করেন৷ টেক জায়ান্ট কোম্পানী যেমন: মাইক্রোসফট, গুগল কিভাবে তাদের কর্মচারী নিয়োগ করে থাকে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
সেমিানারে তিনি আরও বলেন, এখন থেকেই ছাত্রদেরকে বেসিক প্রোগামিং, নেটওয়ার্কিং, সিস্টেম ডিজাইন প্রভৃতি বিষয় গুরুত্ব দিতে হবে। পূর্বে গুগল এবং বর্তমানে মাইক্রোসফটে কাজ করার সুবাদে, টেক জায়ান্ট কোম্পানিগুলোতে কাজ করবার সুবিধা এবং তাদের ইন্টারভিউ কাঠামো নিয়ে দিকনির্দেশনা দেন তিনি।
অনলাইন সেমিনারে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এণ্ড ম্যাথেমেটিকস বিভাগের অধ্যাপক ড. মো মিছবাহ্ উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো. জয়নুল আবেদীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো. রাকিব হাসান। সেমিনারে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন, কম্পিউটার সায়েন্স এণ্ড ম্যাথেমেটিকস বিভাগের বিভাগীয় প্রধান মো. মুস্তাগিজ বিল্লাহ।
এসজে/আরইউ