মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ'র দিনাজপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হুমায়ূন কবিরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর-২০২৩) দুপুর ২টায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম হুমায়ুন কবিরের জানাযা ও দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের লাশ সোনাপীর কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে তার আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক ধর্মপ্রান মুসুল্লি অংশগ্রহণ করেন।
মরহুমের জানাযার নামাজে দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরীর মাইকেল, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলম সরকার বাবু, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েল, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের আমীর
মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দিন মোল্লা, বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান মানিক, সিপিবি জেলা সভাপতি এডভোকেট মোঃ মেহেরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি এডভোকেট লিয়াকত আলী, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক আমার শামীম কবির, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি (নিমতলা) মোঃ নুরুল হুদা দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রঞ্জু, কালিতলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কালিতলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মরহুম হুমায়ূন কবির লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা নেয়ার পর তিনি ১১ সেপ্টেম্বর-২০২৩ তারিক রবিবার দুপুরে ঢাকা হতে দিনাজপুরে আসার পথে বগুড়ায় তিনি ইন্তিকাল করেন।
সময় জার্নাল/এলআর