বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
রাজবাড়ীতে চাতাল থেকে ট্রাকে বালু তোলার সময় স্তূপ ধসে নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম।
নিহতরা হলেন- বালুর চাতাল মালিক আব্দুর রহিম শেখ (৫৫), ট্রাক চালক মো. রিমন আলী (২৫) ও ভেকু চালক মারুফ শেখ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, জৌকুড়া ঘাটে ভেকু দিয়ে বালু ট্রাকে তুলছিল নিহতরা। সে সময় হঠাৎ করেই বালুর স্তূপের ওপর থেকে ভেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক ও ট্রাক চালক নিহত হন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম জানান, বালুর চাতালে কাজ করার সময় বালুচাপায় তিনজনের মৃত্যু হয়েছে।