প্রযুক্তি ডেস্ক:
বহুল প্রত্যাশিত আইফোন ১৫ সিরিজ ভারতের বাজারে এনেছে অ্যাপল। সর্বশেষ সংস্করণের মধ্যে রয়েছে- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। বিগত কয়েক বছরে ধারাবাহিকতায় এবারও অ্যাপল আগের সংস্করণের কিছু আইফোন মডেলের দাম কমিয়েছে। কিছু মড়েলের ফোন বাজার থেকে তুলে নিয়েছে। আপনি যদি পুরানো মডেলের আইফোন কেনার চিন্তা করেন তাহলে এখান থেকে সেগুলোর দাম জেনে নিতে পারেন।
আপল আইফোন ১৪ (১২৮ জিবি): দাম ৬৯ হাজার ৯০০ রুপি। এই মডেলটি ৭৯,৯০০ রুপিতে বাজারে এসেছিল। এখন এটির দাম ১০ হাজার রুপি কমানো হয়েছে।
আপল আইফোন ১৪ (২৫৬ জিবি): দাম ৭৯ হাজার ৯০০ রুপি।
আপল আইফোন ১৪ (৫১২ জিবি): দাম ৯৯ হাজার ৯০০ রুপি। আগে এই ফোনের দাম ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। বর্তমানে কমেছে ১০ হাজার রুপি।
আপল আইফোন ১৪ প্লাস (১২৮ জিবি): দাম ৭৯ হাজার ৯০০ রুপি। এই ফোনটির দাম কমেছে ১০ হাজার রুপি। আগে ছিল ৮৯ হাজার ৯০০ রুপি।
আপল আইফোন ১৪ প্লাস (২৫৬ জিবি): দাম ৮৯ হাজার ৯০০ রুপি। আগে ছিল ৯৯ হাজার ৯০০ রুপি। ১০ হাজার রুপি কমেছে এখন।
আপল আইফোন ১৪ প্লাস (৫১২ জিবি): দাম ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। ১ লাখ ১৯ হাজার ৯০০ রুপি থেকে দাম কমেছে ১০ হাজার রুপি।
আপল আইফোন ১৩ (১২৮ জিবি): দাম ৫৯ হাজার ৯০০ রুপি। দাম কমেছে ২০ হাজার রুপি।
আপল আইফোন ১৩ (২৫৬ জিবি): দাম ৬৯ হাজার ৯০০ রুপি। এই ফোনটি যখন বাজারে এসেছিল তখন দাম ছিল ৮৯ হাজার ৯০০ রুপি। দাম কমেছে ২০ হাজার রুপি।
আপল আইফোন ১৩ (৫১২ জিবি): দাম ৮৯ হাজার ৯০০ রুপি। ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি থেকে দাম কমে এখন বিক্রি হচ্ছে ৮৯ হাজার ৯০০ রুপিতে।
আপল আইফোন ১২ (৬৪ জিবি): দাম ৪৮ হাজার ৯৯০ রুপি। আগে এটির দাম ছিল ৬৫ হাজার ৯০০ রুপি। ১৬ হাজার ৯১০ রুপি কমেছে দাম।
আপল আইফোন ১২ (২৫৬ জিবি): দাম ৬৪ হাজার ৯৯০ রুপি। ৮০ হাজার ৯০০ থেকে কমিয়ে এখন বিক্রি হচ্ছে ৬৪ হাজার ৯৯০ রুপিতে। দাম কমেছে ১৯ হাজার ৯১০ রুপি।
এমআই