শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বর্তমান সরকার রাজনৈতিক নয় আমলাতান্ত্রিক: মির্জা ফখরুল

মঙ্গলবার, মে ১৮, ২০২১
বর্তমান সরকার রাজনৈতিক নয় আমলাতান্ত্রিক: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : একজন নারী সাংবাদিককে সরকারি কর্মকর্তারা যেভাবে হেনস্তা ও নির্যাতন করেছে তাতে তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, এ সরকার আমলাতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

মির্জা ফখরুল বলেন, সংবাদ মাধ্যমে স্বাধীনতা অনুপস্থিত, একেবারেই নেই। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। 

পরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, সহসভাপতি পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান হান্নু, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বারের নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক এন্তাজুল হক প্রমুখ। 

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল