শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জাবির মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩
জাবির মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের "সমন্বিত হল সম্মেলন ২০২৩" এর অংশ হিসেবে মীর মশাররফ হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের কমন রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ সাত বছর পর সম্মেলন ফেরায় হল ইউনিটের নেতাকর্মীদের উচ্ছ্বস প্রকাশ করতে দেখা গেছে।

সভায় মীর মশাররফ হোসেন হল ইউনিটের সভাপতি  পদপ্রার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানভীর আলম রাজুর সঞ্চালনায় জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, 'আজকের কর্মীসভায় নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, প্রাণচঞ্চল্য সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে কর্মীসভা সফল হয়েছে। হল ইউনিট শক্তিশালী হলে শাখা ছাত্রলীগ শক্তিশালী হয়। পূর্বের কমিটির সদিচ্ছার অভাবের জন্য হল কমিটি গঠিত হয়নি৷

তিনি আরো বলেন, প্রতিটি ছাত্রলীগ কর্মীকে শিক্ষার্থীবান্ধব হয়ে হলগুলোতে গেস্টরুম, গণরুম কালচার দূর করতে স্বোচ্ছার হতে হবে। হলের দায়িত্বশীলদের দায়িত্ববান হয়ে ক্যান্টিনে খাবারের মান, রিডিং রুমের অবস্থান অনুকূল করার লক্ষ্যে কাজ করতে হবে। ছাত্রলীগ পরিচয়ে ক্যাম্পাসে কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে তার দায় সংগঠন নেবে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি  আখতারুজ্জামান সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। এখন এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার ঘরে বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই৷ ২০০৯ সালের বাংলাদেশ থেকে ২০২৩ সালে বাংলাদেশকে উন্নয়নের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে হবে৷

সভায় হল ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দীর্ঘ সাত বছর পর হল সম্মেলনের মাধ্যমে কর্মী সভা অনুষ্ঠিত হওয়ায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মীর মশাররফ হোসেন হল ইউনিটের বিভিন্ন কর্মী। কর্মীসভার মাধ্যমে যোগ্য ব্যাক্তিকে হলের দায়িত্ব দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এ সংগঠনের নেতা কর্মীরা প্রাধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে স্ব স্ব জায়গা থেকে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রীকেই আবার আমরা ক্ষমতায় দেখতে চাই।‍‍'

এ সময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে হুশিয়ারি দেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল