আমি সাংবাদিক, আমি কিন্তু অনেক সাংঘাতিক।
আমি সাংবাদিক, আমি নিজেই বড় রাজনৈতিক।
আমি সাংবাদিক, আমি সদা-সর্বদা সার্বভৌমিক।
আমি সাংবাদিক, আমি সত্য-মিথ্যার প্রতিপাদক।
চোর-বাটপার, পুলিশ কিংবা অফিসার,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, মোক্তার, ব্যারিস্টার,
প্রফেসর, ব্যাংকার, এমপি, মন্ত্রী, সরকার,
প্রত্যেকে আমার অনুসন্ধানের স্বীকার।
আমি সাংবাদিক, আমি প্রায় জায়গীরভোগী।
আমি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলি।
আমি ঘুষের বলে দুর্নীতি গোপন রাখি।
নিজের স্বার্থে ক্ষমতাসীনের হুকুম মানি।
ন্যায়-অন্যায়ের বিচার আমি করি না।
আমার কর্তব্য শুধুই প্রচার-প্রচারণা।
কারো গোপন তথ্য ফাঁস করাই কামনা।
আধিপত্যের দাসত্বে আমার নেই মানা।
কি করব ভাই, সত্য বললে আমিও হবো বন্দি।
জামি, রিমি, জনি, মুনি গুম-খুন ওরা সহোযোগী।
এদের জীবন ফিরিয়ে দিতে পারবে কি তুমি?
নিজের জীবন আতঙ্কে রেখেই আবদ্ধ আমি।
সময় জার্নাল/এসএ