বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩
জাবি প্রতিনিধি : দ্বিতীয় বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ আয়োজন করেছে চারদিনব্যাপি ‘ফিন্যান্স ফেস্ট-২০২৩’। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়৷ এবারের ফেস্ট চলবে ২৩ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। এসময় তিনি বলেন, ফিন্যান্স ফেস্টের মতো অনুষ্ঠানগুলো হলো শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের একটা সম্পর্ক সৃষ্টি করার মাধ্যম।
এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, ‘ক্লাস রুমের বাইরের এমন প্রোগ্রাম হলো নিজেদের বিকশিত করার, নিজেদের কে জানান দেওয়ার একটা মাধ্যম। আমি বিশ্বাস করি এটি শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার বাইরেও একটা দক্ষতা চর্চার উৎস হবে।"
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ইউসুফ হারুন বলেন, "বিভাগের সবচেয়ে বড় প্রোগ্রাম আয়োজন করার জন্য আয়োজক ব্যাচকে ধন্যবাদ জানাই। এরকম আয়োজন সবসময়ই প্রশংসার দাবিদার। বিভাগ সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকবে এরকম আয়োজনে।"
সুন্দর, সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম শেষ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক উর্মি দাস, নুসরাত রহমান, রওশনারা আক্তার আঁখি, প্রদীপ চন্দ্র বিশ্বাস, প্রভাষক আয়শা সিদ্দিকা আরশি প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মত আয়োজিত চার দিনব্যাপী ফিন্যান্স ফেস্টে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি, র্যালি, ফ্ল্যাশমব, মাইক্রোসফট এক্সেল কম্পিটিশন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কম্পিটিশন, দাবা প্রতিযোগিতা, কুইজ, ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল প্রতিযোগিতা, প্যানেল ডিসকাশন, জব ফেয়ার, আলোকচিত্র প্রদর্শনী, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সেশন, পুরস্কার বিতরণী এবং কনসার্টের আয়োজন করা হয়েছে।
এসজে/আরইউ